সাবলাইম টেক্সটের অসাধারণ রেসিপি পর্ব-১

সাবলাইম টেক্সট  এডিটর কি শুধুই টেক্সট এডিটর? একদমই ভুল কথা এই ভুল ভাঙ্গার জন্য আসলেই এই আর্টিকেল গুলা বাংলাতে পর্ব আকারে পাবেন ইনশাআল্লাহ্‌ স্টে টিউন্ড 🙂

প্রথমে সাবলাইম টেক্সট ওপেন করে একটা নতুন ফাইল খুলুন ওর Ctrl+N প্রেস করুন। কিছু লিখুন যেমনঃ Rahim is a good boy

আরও কিছু লিখুন ধরুন Nishat is a Good Girl . এখন আপনি চাচ্ছেন গুডের আগে Very লাগাতে দুইটা লাইনের আগে সাধারণত আমরা কি করবো একটা একটা করে ভেরি লাগবো তাই না? হুম এরকমই করার কথা কিন্তু এই কাজটাই খুব সহজে করা যায় শুধু একটা ট্রিক ফলো করে যেটা হল প্রথম লাইনে গুডের আগে কার্সর নিয়ে যান তারপরে Crtl ধরে পরের লাইনে গুডের আগে কার্সর নিয়ে আসুন

screenshot_1

তারপরে Very টাইপ করুন একবারে দুই জায়গায় ভেরি জুড়ে যাবে কি মজার না?

screenshot_2

আবার দেখা যাচ্ছে আপনি একটা প্যারাগ্রাফের একই ওয়ার্ড সিলেক্ট করে পরিবরতন করতে চাচ্ছেন কিভাবে করবেন একটা একটা করে পরিবরতন করবেন? না সেটা আপনারে করতে হবে না আপনি যে একই ওয়ার্ড গুলা পরিবর্তন করতে পারবেন শুধু Ctrl+D প্রেস করুন দেখুন একই ওয়ার্ড গুলা সিলেক্ট হয়ে যাবে ।

screenshot_3

আবার Ctrl+D প্রেস করুন পুরোটা সিলেক্ট হয়ে যাবে তারপরে যা পরিবর্তন করতে চান আমি Lorem এর জায়গায় Hello লিখেছি

এভাবেই অনায়েসেই পরিবর্তন করতে পারবেন। screenshot_4
সব লাইনের শেষে  একসাথে কোন টেক্সট অ্যাড করতে চাইলে প্রথমে সবকিলো সিলেক্ট করে নিতে হবে তারপরে Ctrl+Shift+L প্রেস করতে হবে আবার প্রথমে অ্যাড করতে চাইলে Home প্রেস করতে হবে। এখন যা খুশী অ্যাড করতে পারবেন ডিলিট করতে পারবেন।

Alt+shift+W প্রেস করুন আর যেকোন এইচটিএমএল  ট্যাগ যুক্ত করুন 🙂

Leave a comment